Advertisement

(মেঘবরণ) Meghoboron Lyrics Tanjib Sarowar Song











Meghoboron Song Lyrics In Bengali :


সুখ বহে বাতাসে বৃষ্টি এলে

যদি এ লগন দেয় জড়ায় দুজনায়,
হাজার ফোটার এই রাত
শুধু প্রেম জেগে থাক
একই সুরে,
মেঘেদের পাল তুলে
যাবো নূরের খেয়ায়,
বাঁধ মেঘবরনে আবেশে
ভালবেসে।
মেঘেদের পাল তুলে
যাবো নূরের খেয়ায়,
বাঁধ মেঘবরনে আবেশে
ভালবেসে, ভালবাসি।



একা একা কথা বলা বৃষ্টির সাথে
নিমগ্ন নীড় ভোলা বর্ষা স্রোতে
বাড়ছে আকাশ কালো বাড়ছে সময়
ফেরার পথেই নত শুধু নোনা জল।
ছুঁয়ে দাও তুমি আজ উত্তালী বর্ষাতে
পৃথিবীর শ্রেষ্ঠ সুখ তখনি হার মানবে।



হাজার ফোটার এই রাত
শুধু প্রেম জেগে থাক
একই সুরে..
মেঘেদের পাল তুলে
যাবো নূরের খেয়ায়,
বাঁধ মেঘবরনে আবেশে
ভালবেসে।
মেঘেদের পাল তুলে
যাব নূরের খেয়ায়,
বাঁধ মেঘবরনে আবেশে
ভালবেসে, ভালবাসি।



বৃষ্টি ঘাসের দুলে সাজায়ে তোমায়
দেখব আপন মনে নতুন ভাষায়,
আবেগের তৃষ্ণাতে পিপাসা জমে
ভেজাবো বৃষ্টিতে নিপুণ তালে।
গ্রহতে গহীনে রচনায় আমি মগ্ন
তবুও সূচনায় দেয় বাধা মোর কাব্য।



হাজার ফোটার এই রাত
শুধু প্রেম জেগে থাক
একই সুরে,
মেঘেদের পাল তুলে
যাব নূরের খেয়ায়,
বাধ মেঘবরনে আবেশে
ভালবেসে।
মেঘেদের পাল তুলে
যাবো নূরের খেয়ায়,
বাঁধ মেঘবরনে আবেশে
ভালবেসে, ভালবাসি।






মেঘবরণ লিরিক্স - তানজিব সারোয়ার :


Sukh bohe batase brishti ele
Jodi e logon dey joray dujonay
Hajar fotar ei raat
Shudhu prem jege t


hak eki sure

Megheder pal tule jabo nurer kheyay
Badh meghborone abeshe valobeshe





Meghoboron Lyrics by Tanjib Sarowar :




Meghoboron Song is Sung by Tanjib Sarowar Bangla Song. 
Music Composed by Sajid Sarkar And Megheder Paal
 Tule Jabo Nurer Kheyay Lyrics In Bengali Written by Tanjib Sarowar.


Song : Meghoboron
Vocal, Lyrics & Tune : Tanjib Sarowar
Music : Sajid Sarkar
Label : Agniveena

Post a Comment

0 Comments