![]() |
ইসলাম ও শিক্ষা
শেষ দিবসের বিশ্বাস Lyrics song 420
|
ইসলাম ও শিক্ষা
শেষ দিবসের বিশ্বাস
আমরা এই দুনিয়ায় চিরদিন বেঁচে থাকি না। এ জীবনে চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী।
আমাদের যেমন জন্ম আছে, তেমনি মৃত্যুও আছে। সকল প্রাণীর মৃত্যু আছে।
যার জীবন আছে তার মৃত্যু আছে। আমাদের সুন্দর পৃথিবীও একদিন ধ্বংস হয়ে যাবে।
শেষ হয়ে যাবে। একমাত্র আল্লাহ ছাড়া আর কোন কিছুই অবশিষ্ট থাকবে না।
আমাদের মৃত্যুর পরে জীবনকে বলে আখিরাত। আখেরাত মানেই পরকাল।
মৃত্যুর পরে এ জীবনের শুরু হয়। কবর, কিয়ামত, হাসর, জান্নাত, জাহন্নাম,
এসবই আখেরাতের জীবনের অন্তর্ভুক্ত। আখেরাতের জীবনের শুরু আছে শেষ নেই।
সে জীবন অনন্ত কালের। আল্লাহ বলেন, এ দুনিয়ার জীবনতো অস্থায়ী উপভোগের বসন্ত।
আর আখেরাতই হচ্ছে চিরস্থায়ী আবাস। ঈমানের অন্যান্য বিষয়ের উপর বিশ্বাস যেমন জরুরী,
আখেরাত বা শেষ দিবসে বিশ্বাস ও তেমনি জরুরী। দুনিয়ায় যে যেমন কাজ করবে আখেরাতে
তেমনি ফল ভোগ করবে। ভালো কাজ করলে আখিরাতে পুরস্কার পাবে।
আর মন্দ কাজের জন্য শাস্তি ভোগ করতে হবে। শেষ দিবস বা আখিরাতে বিশ্বাসী
ব্যক্তি তার কাজকর্মে সতর্ক হয়। পুরস্কারের আশায় ভালো কাজ করে।
আর শাস্তির ভয়ে মন্দ কাজ থেকে বিরত থাকে। এতে তার নৈতিক চরিত্র উন্নত হয়।
তাইতো কবি যথার্থই বলেছেন,
দুনিয়াটা আখেরাতের
খামার বাড়ি ভাই
ভবের হাটের খেতখামারে
ফসল ফলান চাই।।
এই ফসলের নেইকো জুড়ি
এক কণা তার হয়না চুরি
হিসাব লেখেন দুই মুহুরী
সদা সর্বদাই।।
অচিন দেশের যাত্রী সবাই
টারর্মিনালে ক্ষনিকের ঠাঁই
কখন যে হায় ঘন্টা বাজে
ঘড়ির সময় হলে।।
___কবি সাব্বির আহমেদ চৌধুরী

0 Comments