Advertisement

Mon Niye Khela | মন নিয়ে খেলা | Emon Khan | Exclusive Music Video | New Bangla Song 2019 (30)



Mon Niye Khela | মন নিয়ে খেলা | Emon Khan

তুই যদি প্রেম ভুলতে পারিস
 কেন পারিনা আমি
তোর কাছে প্রেম সস্তা হলে
 আমার কেনও দামি।।

ওও.......

তুই যদি প্রেম ভুলতে পারিস
 কেন পারিনা আমি
তোর কাছে প্রেম সস্তা হলে
 আমার কেনও দামি।।

অন্তরে তোর নাই রে মায়া
 ভুলে গেছিস কে তোর ছায়া
কোন ধাতুতে বানাইছেরে
 তোরে অন্তর্যামী
কোন ধাতুতে বানাইছে
 রে তোরে অন্তর্যামী।।

জলের মতো পাত্রের আকার
 ধরতে পারিস খুব
হৃদয় ভেঙে কেমন করে
থাকতে পারিস  চুপ।।

ওও.....

জলের মতো পাত্রের আকার
ধরতে পারি খুব
 হৃদয় ভেঙে কেমন করে
 থাকতে পারিস চুপ।।

মন নিয়ে তুই খেলা খেলে
 সাজলি সার্থক কামি।

কোন ধাতুতে বানাইছেরে
 তোরে অন্তর্যামী
কোন ধাতুতে বানাইছেরে
 তোরে অন্তর্যামী।।

ভেতরে আর বাহিরে
 তোর ভিন্ন ভিন্ন রূপ
 ছদ্মবেশে ভালোর মাঝে
 দিতে জানিস ডুব।।

ওও......

 ভেতরে আর বাহিরে তোর
 ভিন্ন ভিন্ন রূপ
ছদ্মবেশে ভালোর মাঝে
দিতে জানিস ডুব।।

একটা জীবন ধ্বংস করে
 হোসনে অনুগামী
কোন ধাতুতে বানাইছে রে
 তোরে অন্তর্যামী।

কোন ধাতুতে বানাইছেরে
 তোরে অন্তর্যামী
 তুই যদি প্রেম ভুলতে পারিস
কেন পারিনা আমি।

তোর কাছে প্রেম সস্তা হলে
আমার কেনও দামি
 অন্তরে তোর নাইরে মায়া
ভুলে গেছিস কে তোর ছায়া।

কোন ধাতুতে বানাইছেরে
তোরে অন্তর্যামী।

কোন ধাতুতে বানাইছেরে
 তোরে অন্তর্যামী.... ।।


...........


এই দাঁড়াও।

কাল থেকে তোমার এই অফিসে জয়েন কিন্তু মনে
রেখো হাচান তোমার জীবন থেকে মরে গেছে।।

...... ( আবেগ )........

Mon Niye Khela | মন নিয়ে খেলা | Emon Khan Lyrics


Song : Mon Niye Khela .( মন নিয়ে খেলা ) Singer : Emon Khan . Lyric : Proshenjit Mondal Tune : Emon Khan. Music : Suman Kallayan . Cast : Emon Khan & Ruhi Afroz. D.o.p : A.M Rizu Edit & Color : Fokrul Islam. Director : Saiful Islam. Lebel : DP Music Station.

Post a Comment

1 Comments