
tomake bujhina priyo lyrics in bengali।তোমাকে বুঝিনা প্রিয়া। tomake bujhi na priyo lyrics - Chandrani Banerjee Lyrics
Tomake Bujhina Priyo bengali song by Chandrani Banerjee
Music: Prasen
Lyrics: Ritam Sen
Arranged By: Prabuddha Banerjee
Mixed & Mastered By: Abhijit Roy
Projapoti Biskut - a bengali movie(2017)
Directed by Anindya Chattopadhyay
Presented by Nandita Roy,
Shiboprosad Mukherjee &
Atanu Raychaudhuri
Produced by WINDOWS &
GANPATI PRODUCTION
tomake bujhina priyo lyrics in bengali।
তোমাকে বুঝিনা প্রিয়
বোঝনা না তুমি আমায়
দুরত্ব বাড়ে যোগাযোগ নিভে যায় ।
তোমাকে বুঝিনা প্রিয়
বোঝনা না তুমি আমায়
দুরত্ব বাড়ে যোগাযোগ নিভে যায় ।
গরাদ শোকে সূর্যমুখী
গরাদ শোকে সূর্যমুখী।
খয়েরী কুঁড়ির ফুল
সূর্য খুঁজে বেড়ায় ।
তোমাকে জানিনা প্রিয়
জানো না তুমি আমায়
শীতের বেড়াল খেলে ঘাসের ছায়ায় ।
তোমাকে জানিনা প্রিয়
জানো না তুমি আমায়
শীতের বেড়াল খেলে ঘাসের ছায়ায় ।
দু চোখে তার পান্না বাহার
দু চোখে তার পান্না বাহার ।
কান্না জমায় কথায় কথায় ।
তোমাকে ডাকি না প্রিয়
ডাকো না তুমি আমায় ।
জলপ্রপাত মাতে রূপোর মায়ায় ।
তোমাকে ডাকি না প্রিয়
ডাকো না তুমি আমায় ।
জলপ্রপাত মাতে রূপোর মায়ায় ।
তুলনা-হীনা জলের কিনার
তুলনা-হীনা জলের কিনার ।
তোমার চুলের মতো
আনমনে আঙুল ডোবায়ে
tomake bujhina priyo lyrics in bengali
Tomake Bujhina Priyo
Bojho na tumi amay
Durotto baare jogajog nibhe jaaye
Gorad shoke.. surjomukhi
Khoiri kurir phool
Surjo khuje beraye mmm..
Tomake jani-na priyo
Jano-na tumi amay
Sheeter beral khele ghasher chayay
Du-chokhe taar … Panna bahar
Kanna jomay kothay kothay mm..
Tomake daki na priyo
Dako na tumi amay
Jolopropaat maate rupor mayay
Tulona-heena.. joler kinar
Tomar chuler moto
Aanmone angul dobay mm..
tomake bujhina priyo lyrics in bengali
আমি একটু অনুবাদ করে দিলাম, এমন অনেকে আছেন, যারা
আমার কাজ ভালোবাসেন অথচ বাংলা
খুব ভালো বোঝেন না, তাদের জন্য.....
তোমাকে বুঝিনা প্রিয় , বোঝো না তুমি আমায় I do not comprehend you my love You do not comprehend me. দূরত্ব বাড়ে, যোগাযোগ নিভে যায়। Distance grows, correspondences cease. গরাদ শোঁকে, সূর্যমুখী As a sunflower inhales the bars behind which, খয়েরি কুঁড়ির ফুল, সূর্য খুঁজে বেড়ায় Her brown bud blooms in the longing for the Sun. তোমাকে জানিনা প্রিয়, জানোনা তুমি আমায় I do not know you my love, You do not know me. শীতের বেড়াল খেলে ঘাসের ছায়ায় And winter like a cat emerges in the shadows of the green. দুচোখে তার পান্নাবাহার Her eyes glow like emeralds কান্না জমায়, কথায় কথায়। Made from frozen teardrops, brought by these cold words. তোমাকে ডাকিনা প্রিয়, ডাকোনা তুমি আমায় I do not call for you my love, you do not call for me জলপ্রপাত মাতে রুপোর মায়ায় While the waterfall dazzles in its own silvery glee তুলনাহীনা, জলের কিনার My metaphors fail to touch you, though this water তোমার চুলের মত আনমনে আঙুল ডোবায়। Flowing through my fingertips, reminds me the touch of your hair.
0 Comments