Nissho Lyrics Song Bangla
একলা আমি তুমি হীনা
বাঁচি কেমনে
নিঃস্ব হইয়া গেলাম আমি
তুমি বিহনে।
একলা আমি তুমি হীনা
বাঁচি কেমনে
নিঃস্ব হইয়া গেলাম আমি
তুমি বিহনে।।
কাইন্দা হলো দুই চোখ অন্ধ
কপাল আমার এতই মন্দ
তোমার লাগি অন্তর পুরে
নিরব গহনে
একলা আমি তুমি হীনা
বাঁচি কেমনে
নিঃস্ব হইয়া গেলাম আমি
তুমি বিহনে।
.....!
(Lyrics Song)
চক্ষু ছুইয়া বইলা ছিলে
বাসবে আমায় ভালো
সারা জীবন রইবে পাশে
হইয়া চান্দের আলো।
চক্ষু ছুইয়া বইলা ছিলে
বাসবে আমায় ভালো
সারা জীবন রইবে পাশে
হইয়া চান্দের আলো
কাইন্দা হলো দুই চোখ অন্ধ
কপাল আমার এতই মন্দ।।
আমায় পড়াও প্রেম অনলে
কোন সে কারণে
একলা আমি তুমি হীনা
বাঁচি কেমনে
নিঃস্ব হইয়া গেলাম আমি
তুমি বিহনে।।
.......!
(Amar Song)
স্বার্থলোভী হইয়া তুমি
গেলে অবশেষে
ভাঙলে যে এই মনের ঘর
জানিনা কোন দোষে।
স্বার্থলোভী হইয়া তুমি
গেলে অবশেষে
ভাঙলে যে এই মনের ঘর
জানিনা কোন দোষে
কাইন্দা হলো দুই চোখ অন্ধ
কপাল আমার এতই মন্দ
দুঃখ দিয়ে আমায় তুমি
থাকলে কেমনে।।
একলা আমি তুমি হীনা
বাঁচি কেমনে
নিঃস্ব হয়ে গেলাম আমি
তুমি বিহনে
একলা আমি তুমি হীনা
বাঁচি কেমনে
নিঃস্ব হয়ে গেলাম আমি
তুমি বিহনে৷৷
......!
(Lyrics)
Nissho Lyrics Song Bangla Song | নিঃস্ব | Singer | Emon Khan
Padma music presents excited sad song "Nissho" sung by Emon Khan who is rendering his amazing new music video song. The official song has brought to you by great Bangladeshi music label padma Music for our beloved Bengali music lovers. Song:-Nissho singer:-Emon khan Lyrics:-Md Abul Bashar Tushar
Music &Tune:-Real Ashique Cast:- Emon Khan & Shrabanty Ananna D.O.P:- A M Rizu & Naim Khan Director:- Saiful Islam
Editor:- Shajibujjaman Dipu Colorist :- Ashiquzzaman Apu Production :- Rizu Film Label:- Padma Music
Watch Video
0 Comments