Barir Pashe Arshinagar Lyrics (বাড়ির পাশে আরশিনগর) Beauty
Barir Pashe Arshinagar - Barir Pashe Arshi Nagar is a popular Baul song. This song is equally popular in different parts of Bengal. The song is directed by Partha Barua and sung by Beauty ।
Barir Pashe Arshinagar Lyrics In Bengali
বাড়ির কাছে আরশীনগর
সেথায় এক পড়শী বসত করে
আমি একদিনও না দেখিলাম তাঁরে ।।
গেরাম বেড়ে অগাধ পানি
নাই কিনারা নাই তরণী পারে,
বাঞ্ছা করি দেখব তারে
কেমনে সে গাঁয় যাই রে ।।
কি বলব সে পড়শীর কথা,
হস্তপদ স্কন্ধ-মাথা নাইরে
ক্ষণেক ভাসে শূন্যের উপর
ক্ষণেক ভাসে নীড়ে ।।
পড়শী যদি আমায় ছুঁতো,
যম যাতনা সকল যেতো দূরে
সে আর লালন একখানে রয়
লক্ষ যোজন ফাঁক রে
মাঝে লক্ষ যোজন ফাঁক রে ।
আমি একদিনও না দেখিলাম তাঁরে।
বাড়ির পাশে আরশিনগর লিরিক্স
বাড়ির পাশে আরশিনগর
কণ্ঠঃ বিউটি
সঙ্গীত পরিচালনাঃ পার্থ বড়ুয়া
সার্বিক পরিকল্পনাঃ রাশিদ খান
এজেন্সিঃ ক্রিয়েটো
প্রোডাকশনঃ ফোরটিনাইন ব্লু

0 Comments