O Radhe Tomay Bare Bare Lyrics by Sucharita Saha Das :
O Radhe Tomay Bare Bare Bengali Devotional Song Is Sung by Sucharita Saha Das. Song Lyrics In Bengali Written by Krishnendu Bhowmik.
Song : O Radhe Tomay Bare Bare
Singer : Sucharita Saha Das
Lyrics : Krishnendu Bhowmik
Tune : Susmita
Music Arranger : Shyamji
Video : Debu
Music Label : RS Music
O Radhe Tomay Bare Bare Song Lyrics In Bengali :
ও রাধে, ও রাধে
ও রাধে, ও রাধে
রাধে তোমায় বারে বারে করছি যে মানা,
রাধে তোমায় বারে বারে করছি যে মানা,
যমুনাতে জল আনিতে একলা যেও না ;
ও রাধে, ও রাধে
ও রাধে, ও রাধে।।
কৃষ্ণে ভালোবেসে তোমার হল যে বদনাম
কৃষ্ণে ভালোবেসে তোমার হল যে বদনাম
ভালোবাসার জন্য পেলে কলঙ্কিনী নাম,
ও রাধে, ও রাধে
ও রাধে, ও রাধে।
যার বাঁশিতে যমুনার জল
উজান বয়ে যায়,
যার বাঁশিতে যমুনার জল
উজান বয়ে যায়,
ডাকলে বাঁশি রাধা রাধা
ঘরে থাকা দায়,
ও রাধে, ও রাধে
ও রাধে, ও রাধে।।
কালার বাঁশি তোমার হাসি
কাইড়া ফেরে হায়,
কালার বাঁশি তোমার হাসি
কাইড়া ফেরে হায়,
আনমনা মন উতলা হয়
গেলে যমুনায়,
ও রাধে, ও রাধে
ও রাধে, ও রাধে।
ইচ্ছে কোরে কাঁদিয়ে তোমায়
করে যে ছারখার,
ইচ্ছে কোরে কাঁদিয়ে তোমায়
করে যে ছারখার,
তোমার মত কে বলে আর কৃষ্ণ আমার,
ও রাধে, ও রাধে
ও রাধে, ও রাধে।।
কৃষ্ণ ধনে ধনী তুমি
তিনি তোমার প্রান,
কৃষ্ণ ধনে ধনী তুমি
তিনি তোমার প্রান,
তাইতো নগর বাঁশি গায় তোমার জয়গান
ও রাধে, ও রাধে
ও রাধে, ও রাধে।
তোমার পথের পথিক পদ্মা
জয়দেব মীরাবাঈ,
তোমার পথের পথিক পদ্মা
জয়দেব মীরাবাঈ,
রজকিনী চন্ডীদাস আর গৌরাঙ্গ গোঁসাই,
ও রাধে, ও রাধে
ও রাধে, ও রাধে।।
রাধার মত কৃষ্ণ ধনে
ধনী যদি হও,
রাধার মত কৃষ্ণ ধনে
ধনী যদি হও,
জনম তোমার হবে ধন্য
কৃষ্ণেন্দু তাই কয়,
ও রাধে, ও রাধে
ও রাধে, ও রাধে।
রাধে রাধে বলো রাধে রাধে
রাধে রাধে রাধে বলো রাধে রাধে রাধে
রাধে রাধে রাধে বলো রাধে রাধে রাধে।
ও রাধে তোমায় বারে বারে লিরিক্স :
O radhe O radhe
Radhe tomay bare bare korchi je mana
Jomunate jol anite ekla jeyo na
Krishne valobeshe tomar holo je bodnam
Valobashar jonno pele kolonkini naam
Jaar banshite jomunar jol
Ujaan boye jaay
Dakle banshi radha radha ghore thaka daay
Kalar banshi tomar hasi kaira fere haay
Aanmona mon utola hoy gele jomunay
Icche kore kadiye tomay kore je charkhar
Tomar moto ke bole aar krishno amar
(Tags: Bangla Lyrics, Bangla Song, bangla lyrics caption, top bengali song lyrics, bangla premer gaan lyrics, kolkata bangla song lyrics, lyrics bangla, bangla old song lyrics, hindi song lyrics in bengali, Lyrics, lyrics, lyrics of new songs, free song lyrics, rap lyrics, lyrics genius, lyrics genius, lyrics for your music, Albums, Artists, amar song, new songs, Best Song Lyrics, best song lyrics, new songs lyrics, random song lyrics, love song lyrics, bangla romantic songs lyrics, bangla romantic songs, bangla folk songs lyrics, bangla song lyrics for caption, bangla band song lyrics, Bangla song, bangla song lyrics in imran,O Radhe Tomay Bare Bare Lyrics (ও রাধে) Sucharita Saha Das (Amar Song) Song Lyrics In Bengali)
0 Comments