Pakhi Dohai Lage।পাখি দোহাই লাগে। Emon Khan
আদর কইরা তোরে আমি লক্ষী সোনা ডাকি।
যতন কইরা তোরে আমার বুকের ভেতর রাখি
আদর কইরা তোরে আমি লক্ষী সোনা ডাকি
ভালোবাসি বলে তোরে দুই নয়নে রাখি ।
দোহাই লাগে
দোহাই লাগে
দোহাই লাগে মইরা যামু দিস যদি তুই ফাখি
পাখি দোহাই লাগে মইরা যামু.........
দিস যদি তুই ফাকি।।
একটু চোখের আড়াল হলে মন যে কেমন করে
তোর বিরহ সয়না প্রাণে বলবো কত তোরে
একটু চোখের আড়াল হলে মন যে কেমন করে
তোর বিরহ সয়না প্রাণে বলবো কত তোরে।।
তুই যে আমার সুখের খনি ভালবাসার পরশ মনি
দেখলে তোরে জুড়ায় পরান জুড়ায় দুটি আঁখি।
দোহাই লাগে
দোহাই লাগে
দোহাই লাগে মইরা যামু দিস যদি তুই ফাকি
পাখি দোহাই লাগে মইরা যামু.......
দিস যদি তুই ফাকি।।
ঝিনুক রাখে মুক্তা বুকে আমি রাখি তোরে
হৃদয় দিয়ে হৃদয় বেধে বিশ্বাসের ডোরে।
ঝিনুক রাখে মুক্তা বুকে আমি রাখি তোরে
হৃদয় দিয়ে হৃদয় বেঁধে বিশ্বাসেরই ডোরে
বড় ভালোবাসি তোরে ঠাই দিয়েছি এই অন্তরে
কোনদিনও ছিন্ন করে দিস না প্রেমের রাখি পাখি।।
দোহাই লাগে
দোহাই লাগে
দোহাই লাগে মইরা যাব দিস যদি তুই ফাকি
পাখি দোহাই লাগে মইরা যামু.......
দিস যদি তুই ফাকি।।
যতন কইরা তোরে আমার বুকের ভিতর রাখি
আদর কইরা তোরে আমার লক্ষী সোনা ডাকি
ভালোবাসি বলে তোরে দুই নয়নে রাখি পাখি।
দোহাই লাগে
দোহাই লাগে
দোহাই লাগে মইরা যামু যদি তুই ফাকি
পাখি দোহাই লাগে মইরা যামু......
দিস যদি তুই ফাঁকি।।
Pakhi Dohai Lage।পাখি দোহাই লাগে। Emon Khan
Song : Pakhi Dohai Lage Singer : Emon Khan Lyric: Proshenjit Mondol Tune : Emon Khan Music :Suman Kolyan Cast : Emon khan & Lipsy Shoylee D.O.P : AM Rizu Edit & Color : S.M Tushar Cinematographer : A M Rizu Production : Rizu Flims Director : B M Saiful Islam
1 Comments
Nice song lyrics I ♥ U Emon Khan 🌹🌹
ReplyDelete