![]() |
Rupa Ami Valo Nei | Emon Khan
মাঝে মাঝে তোর কথা খুব মনে পড়ে
মাঝে মাঝে নীরবে চোখের জল ঝরে।....
মাঝে মাঝে তোর কথা খুব মনে পড়ে
মাঝে মাঝে নীরবে চোখের জল ঝরে।
মাঝে মাঝে সবকিছু লাগে বড় ফাঁকা
এত জ্বালা সয়ে কিগো যায় বেঁচে থাকা
মাঝে মাঝে মনে হয় মরন এই সুখ।
রুপা আমি ভালো নেই ভেঙে গেছে বুক
রুপা আমি ভালো নেই ভেঙে গেছে বুক
রুপা আমি ভালো নেই ভেঙে গেছে বুক
রুপা আমি ভালো নেই ভেঙে গেছে বুক ||
লাল চুড়ি লাল ফিতা ছিল তোর বায়না
এখন কি সেইসব আর মনে চায়না
টক ঝাল চকলেট ছিল তোর বড়টা
একদিন ভুলে গেলে আহা কিজে অভিমান।
রুপা আজ কার কোলে পড়ছিস ঢলে ঢলে.....
রুপা আজ কার কোলে পড়ছিস ঢলে ঢলে
কার মায়া ঠোঁটে মেখে হাসি হাসি মুখ।
রুপা আমি ভালো নেই ভেঙে গেছে বুক
রুপা আমি ভালো নেই ভেঙে গেছে বুক
রুপা আমি ভালো নেই ভেঙে গেছে বুক
রুপা আমি ভালো নেই ভেঙে গেছে বুক।।
এক দিনে ভোরবেলা পত্রিকা খুলতে
যদি তোর চোখে পরে ইমন আর বেঁচে নেই।
একা একা রুপা তুই হেসে দিস একবার
যাক বাবা বাঁচা গেল দূর হলো জঞ্জাট।
এই মনে কত ব্যথা কারে বলি সেই কথা
এই মনে কত ব্যথা কারে বলি সেই কথা
কার এত ঠেকা বলো শুনে বসে দুখ।
রুপা আমি ভালো নেই ভেঙে গেছে বুক
রুপা আমি ভালো নেই ভেঙে গেছে বুক
রুপা আমি ভালো নেই ভেঙে গেছে বুক
রুপা আমি ভালো নেই ভেঙে গেছে বুক।।
মাঝে মাঝে তোর কথা খুব মনে পড়ে
মাঝে মাঝে নীরবে চোখের জল ঝরে
মাঝে মাঝে সবকিছু লাগে বড় ফাঁকা
এত জ্বালা সয়ে কিগো যায় বেঁচে থাকা
মাঝে মাঝে মনে হয় মরন এই সুখ।
রুপা আমি ভালো নেই ভেঙে গেছে বুক
রুপা আমি ভালো নেই ভেঙে গেছে বুক
রুপা আমি ভালো নেই ভেঙে গেছে বুক
রুপা আমি ভালো নেই ভেঙে গেছে বুক।।।
.......
Rupa Ami Valo Nei | Emon Khan
New Song " রুপা আমি ভালো নেই | Rupa Ami Valo Nei " is bengali Music Video released in Music Haat. This Music Video is released by Music Haat. We also feature all sorts of Music & Music Video, & More feature, join with us !!!. Song Title : Rupa Ami Valo Nei | রুপা আমি ভালো নেই Singer : Emon Khan Lyric : Plabon Koreshi Tune : Plabon Koreshi Music : Real Ashique Label : Music Haat Produce By Shahin Khan Video : Muisic Video Cast : Emon Khan, Samanta Shimu & Plabon Koreshi D.O.P : Jahangir Raj Edit : Shajibujjaman Dipu Color : Ashiquzzaman Apu Production : BK Media House Script : Emon Khan & Plabon Koreshi Light Grapher : Joynal Shorif Art : Aminul Director : BK Shahin Khan Music Haat Presents

0 Comments