Advertisement

Ami Tomar Keu Na | Emon Khan | Belal Khan | ft Apurbo, Moushumi Hamid | Official Music Video 2019



Ami Tomar Keu Na | Emon Khan | Belal Khan Lyrics song



তুমি কেমন করে বললে আমায় 
আমি তোমার কেউ না 

তুমি কেমন করে বললে আমায় 
আমি তোমার কেউ না 
তুমি কেমন করে বললে আমায় 
আমি তোমার কেউ না।। 

আমার আকাশ মেঘলা কালো 
তবু তুমি থাকো না ভালো 
আমার আকাশ মেঘলা কালো 
তবু তুমি থাকো না ভালো 

তোমার স্মৃতি কাঁদায় হাসায় 
এটা তো  কম না 
তুমি কেমন করে বললে আমায় 
আমি তোমার কেউ না 
তুমি কেমন করে বললে আমায় 
আমি তোমার কেউ না।। 

ব্যথার পাহাড় বুকে আমার 
ভালোবেসো এত 
একা একা যায়না থাকা 
বাঁচি মরার মত। 
ব্যথার পাহাড় বুকে আমার 
ভালোবেসো এত 
একা একা যায়না থাকা 
বাঁচি মরার মত।। 

এমন করে বদলে যাবে আমার 
তো জানা ছিল না 
এমন করে বদলে যাবে আমার 
তো জানা ছিল না 

তুমি কেমন করে বললে আমায় 
আমি তোমার কেউ না 
তুমি কেমন করে বললে আমায় 
আমি তোমার কেউ না।।

আধার আমার চারিধারে 
নাই কোথাও আলো 
দুজনার আজ দুই ঠিকানা 
এমন কেন হলো। 

আধার আমার চারিধারে 
নাই কোথাও আলো 
দুজনার আজ দুই ঠিকানা 
এমন কেন হলো।। 

এমন করে বদলে যাবে আমার 
তো জানা ছিল না 
এমন করে বদলে যাবে আমার 
তো জানা ছিল না 

তুমি কেমন করে বললে আমায় 
আমি তোমার কেউ না 
তুমি কেমন করে বললে আমায় 
আমি তোমার কেউ না.....?

হুম...... হুম...... হুম.................?



Ami Tomar Keu Na | Emon Khan | Belal Khan Lyrics song


Please watch: "Je Tomar Ohongkare | Rupankar Bagchi | Apurba | Tania Brishty | Bangla New Song | Music Video 2019"


Singer : Emon Khan Album : Ami Tomar Keu Na Lyric : Mehedi Hasan Limon Music Composition : Belal Khan Music Arrangement : M A Rahman Cast : Apurbo , Moushumi Hamid , Tanvir Director : MD Mehedi Hasan Joni Label : G Series



Post a Comment

0 Comments