Advertisement

Buker Vetor Rakhi | Ektu Tore Chui | Emon Khan | Mouri Zaman | New Music Video


Buker Vetor Rakhi | Ektu Tore Chui | Emon Khan | Mouri Zaman | New Music Video


জানতে চাই না তোমার মাজে
আমি কোথায় থাকি
আমি কিন্তু তোমায় আমার
বুকের ভেতর রাখি।

জানতে চাই না তোমার মাঝে
আমি কোথায় থাকি
আমি কিন্তু তোমায় আমার
বুকের ভিতর রাখি।।

আমি কি আর বাসতে পারি
আমি কি আর বাসতে পারি
তুমি পাশে না থাকিলে জান পাখি

আমি কিন্তু তোমায় আমার
বুকের ভেতর রাখি
আমি কিন্তু তোমায় আমার
বুকের ভিতর রাখি।।

আমি কি আর আমার ভেতর
নিজের হয়ে বাঁচি
মনে মনে কখন যেন
তোমার হয়ে গেছি

আমি কি আর আমার ভেতর
নিজের হয়ে বাঁচি
মনে মনে কখন যেন
তোমার হয়ে গেছে।।

মনকি ধরে রাখতে পারি
মনকি ধরে রাখতে পারি
মনের ভেতর না থাকলে জান পাখি

আমি কিন্তু তোমায় আমার
বুকের ভেতর রাখি
আমি কিন্তু তোমায় আমার
বুকের ভেতর রাখি।

আমি শুধু সারা জনম
তোমার আশায় থাকবো
মরে গিয়েও তোমার জন্য
দুচোখ খোলা রাখবো।

আমি শুধু সারা জনম
তোমার আশায় থাকবো
মরে গিয়েও তোমার জন্য
দুচোখ খোলা রাখবো।।

তুমি ছাড়া একলা একা
তুমি ছাড়া একলা একা
আমি বল কেমন করে থাকি।

 আমি কিন্তু তোমায় আমার
বুকের ভিতর রাখি
আমি কিন্তু তোমায় আমার
বুকের ভিতর রাখি।।


Buker Vetor Rakhi | Ektu Tore Chui Lyrics song



Song: Buker Vetor Rakhi Singer: Emon Khan & Mouri Zaman Album: Ektu Tore Chui Lyrics: Rohan Raj Tune: Rohan Raj Composer: Md Kamrul Label: Aborton Media Model: Emon Khan, Mouri Zaman Director: Md. Eman Uddin VFX & Edit: Shahed DOP: Sheul Babu



Post a Comment

0 Comments